বিনোদন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা জগদীপ মারা গেছেন


বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ইং ০৯:০৮
NewsRoom


ঋষি কাপুর, ইরফান খান এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বলিউডে আরেক নক্ষত্রের পতন ঘটল। এই ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা জগদীপ আর বেঁচে নেই। বুধবার রাত ৮টা ৪০ মিনিটে নিজ বাসায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

জগদীপের আসল নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। তবে তাকে জগদীপ নামেই বেশি চিনত মানুষ। তার দুই দুই ছেলে জাভেদ জাফরি ও নাভেদ জাফরি।

প্রায় ৪০০ হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ‘শোলে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘নাগিন’সহ একাধিক ছবি।

তার মৃত্যুতে বলিউডের একাধিক তারকা শোকপ্রকাশ করেছেন। জনি লিভার, অজয় দেবগন, মনোজ বাজপেয়ীসহ অনেকেই টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন তাকে।

গত ২৯ এপ্রিল মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। তার মৃত্যুর পরদিনই মৃত্যু হয় বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের।

এরপর সবাইকে কাঁদিয়ে আত্মঘাতী হন সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যু এখনও বাকরুদ্ধ করে দিচ্ছে সিনেমাপ্রেমীদের। এবার আরও এক বলি অভিনেতার মৃত্যু।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

বিনোদন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা জগদীপ মারা গেছেন


বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ইং ০৯:০৮
NewsRoom


ঋষি কাপুর, ইরফান খান এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বলিউডে আরেক নক্ষত্রের পতন ঘটল। এই ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা জগদীপ আর বেঁচে নেই। বুধবার রাত ৮টা ৪০ মিনিটে নিজ বাসায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

জগদীপের আসল নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। তবে তাকে জগদীপ নামেই বেশি চিনত মানুষ। তার দুই দুই ছেলে জাভেদ জাফরি ও নাভেদ জাফরি।

প্রায় ৪০০ হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ‘শোলে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘নাগিন’সহ একাধিক ছবি।

তার মৃত্যুতে বলিউডের একাধিক তারকা শোকপ্রকাশ করেছেন। জনি লিভার, অজয় দেবগন, মনোজ বাজপেয়ীসহ অনেকেই টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন তাকে।

গত ২৯ এপ্রিল মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। তার মৃত্যুর পরদিনই মৃত্যু হয় বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের।

এরপর সবাইকে কাঁদিয়ে আত্মঘাতী হন সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যু এখনও বাকরুদ্ধ করে দিচ্ছে সিনেমাপ্রেমীদের। এবার আরও এক বলি অভিনেতার মৃত্যু।

আপনার মতামত লিখুন :


বলিউডের বর্ষীয়ান অভিনেতা জগদীপ মারা গেছেন

বিনোদন ডেস্ক বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ইং ০৯:০৮ NewsRoom


ঋষি কাপুর, ইরফান খান এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বলিউডে আরেক নক্ষত্রের পতন ঘটল। এই ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা জগদীপ আর বেঁচে নেই। বুধবার রাত ৮টা ৪০ মিনিটে নিজ বাসায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

জগদীপের আসল নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। তবে তাকে জগদীপ নামেই বেশি চিনত মানুষ। তার দুই দুই ছেলে জাভেদ জাফরি ও নাভেদ জাফরি।

প্রায় ৪০০ হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ‘শোলে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘নাগিন’সহ একাধিক ছবি।

তার মৃত্যুতে বলিউডের একাধিক তারকা শোকপ্রকাশ করেছেন। জনি লিভার, অজয় দেবগন, মনোজ বাজপেয়ীসহ অনেকেই টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন তাকে।

গত ২৯ এপ্রিল মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। তার মৃত্যুর পরদিনই মৃত্যু হয় বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের।

এরপর সবাইকে কাঁদিয়ে আত্মঘাতী হন সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যু এখনও বাকরুদ্ধ করে দিচ্ছে সিনেমাপ্রেমীদের। এবার আরও এক বলি অভিনেতার মৃত্যু।


2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd